সার্ভিস বন্দুক দিয়ে বুকে গুলি লাগে মৃত্যু হল হাসিমারা বায়ু সেনা ছাউনিতে কর্তব্যরত এক জওয়ানের। হাসিমারা বায়ু সেনা ছাউনির অন্দর থেকে এল এমন এক খবর। যা নিয়ে জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায় হাসিমারা পোষ্টের পুলিশ।বুধবার বিকেল পাঁচটা নাগাদ পুলিশ সূত্রে জানা যায় মৃত জওয়ানের নাম পুলকিত তাক, রাজস্থান আজমির এর বাসিন্দা। হাসিমারা বায়ু সেনা ছাউনিতে কর্তব্যরত। নায়েক পদে কর্মরত ছিলেন তিনি।