বন্ধ গ্রামীণ এলাকার জব কার্ডে কাজ। দ্রুত জব কার্ড চালু করে গ্রামীণ এলাকার মানুষদের কাজ দিতে হবে । এই দাবিতে সোমবার ঝাড়গ্রামের বিডিও কে ডেপুটেশন দিতে চলছে সিপিআইএম এর মহিলা সংগঠন সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির মানিকপাড়া আঞ্চলিক কমিটির। ডেপুটেশন কর্মসূচিকে সামনে রেখে রবিবার বিকেলে ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া এলাকায় মিছিল ও সভা করা হয় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির মানিকপাড়া আঞ্চলিক কমিটির তরফ থেকে।