পুর এলাকার 15 টি ওয়ার্ড নিয়ে মনসামঙ্গল প্রতিযোগিতায় আয়োজিত নতুন টাউন হলে এদিন মোট আটটি দল অংশগ্রহণ করে এই মনসা মঙ্গল প্রতিযোগিতায়। উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাৎ শর্মা, ভাইস চেয়ারপার্সন নিবাস কান্তি সাহা, কাউন্সিলর পীযুষ কান্তি চৌধুরী সহ অন্যান্যরা।