ত্রিপুরা সভাসুন্দর উন্নয়ন সমিতির সাব্রুম মহকুমা সন্মেলন অনুষ্ঠিত হয় রাজনগরে,স্থানীয় দাবি নিয়ে আলোচনা করা হয়।শনিবার বিকাল তিন ঘটিকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।এই সম্মেলনে সাব্রুম মহকুমা এলাকা থেকে সম্মেলনের প্রতিনিধিরা সামিল হয়।পতাকা উত্তোলন,শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় সম্মেলন।সম্মেলনে সংগঠনের সফলতা দূর্বলতাগুলি আলোচনা করা হয়।