ভূতনির নতুন বাঁধ ভেঙে পড়েছে। তবে জল প্লাবিত না হয় সেজন্য সেচ দপ্তর কিছুটা দূর থেকে বস্তা দিয়ে রিং বাঁধ তৈরি করেছিল। সেই রিং বাঁধের বস্তা সরিয়ে গোটা ভূতনিকে বিপদের মুখে ফেলা হচ্ছে। বস্তা সরানোর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মাধ্যম জুড়ে হৈচৈ করেছেন। নিজের হাতে সে বস্তাগুলি সরিয়ে ফেলছে প্লাবিত করার পরিকল্পনায়। প্রশাসন কাছে সেই ভিডিও ইতিমধ্যে পৌঁছেছে এবং গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অসাধু বেশ কিছু মানুষ এই ধরনের পরিকল্পনা করছে বলেই উঠছে অভিযোগ।