প্রতিবারের ন্যায় এবারও মেদিনীপুর জেলা আদালতে অনুষ্ঠিত হলো জাতীয় লোক আদালত। এদিনের এই জাতীয় লোক আদালত অনুষ্ঠানে মোট ৬৩৭২টি মামলা জমা পড়ে যার মধ্যে ৫০৪৫টি মামলার সমাধান করা হয়। এদিনের লোক আদালতে টোটাল সেটেলমেন্ট করা হয় ১০ কোটি ৯৬ লক্ষ ৬৫ হাজার ১৪৮ টাকার ।