ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান এক নম্বর মন্ডলের এক সাংগঠনিক বৈঠক আয়োজিত হল রবিবার বিকেল পাঁচটার সময় বামুনডিহা দলীয় কার্যালয়ে, আগামী 2026 এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে দলকে শক্তিশালী করতে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা হয় আজকের এই বৈঠকে। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদক লবসেন বাসকে, বান্দোয়ান মণ্ডল ১ ও মন্ডল ২ এর দুই সভাপতি দিলীপ কুমার মাহাতো ও জনার্দন সিংহ মোদক সহ বান্দোয়ান মন্ডল ১ এর অন্যান্য কার্যকর্তারা।