হাইলাকান্দিতে প্রচণ্ড দাবদাহ গরমে আচমকা নিয়ামতপুর মাদ্রাসার কয়েকজন ছাত্র অজ্ঞান হয়ে লালা প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে গিয়ে আজ সোমবার তাদের খবরা খবর নেন রামচন্ডি নিমাইচান্দপুর জেলা পরিষদ সদস্য দিলোয়ার হুসেন বড়ভুইয়া।এসব অসুস্থ ছাত্রদের বর্তমান শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তাই তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন তিনি বিকেল ছয়টা নাগাদ।