দক্ষিণ ২৪ পরগনার গোসবা ব্লকের শম্ভু নগর গ্রাম পঞ্চায়েতের কামাখ্যা পুর মৌজার ,কামাখ্যা পুড়ে ৩৪,৩৫,৩৬নং বুথের মানুষজনকে নিয়ে পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় বুধবার দুপুরে।এদিন পাড়ায় সমাধান কর্মসূচি উদ্বোধন করেন গোসাবার joint BDO বিধান মৃধা ।উপস্থিত ছিলেন শম্ভু নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলতা প্রামানিক উপপ্রধান বরুন প্রামাণিক সহ শম্ভু নগর GPএলাকার পঞ্চায়েত সদস্যরা।