রাতের অন্ধকারে দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের হোসেনপুর এলাকার সরকারি শুভায়ণ হোম থেকে পালাল তিন নাবালক আবাসিক। এদের মধ্যে একজন চুরির অভিযোগে অভিযুক্ত ছিল। খবর পেয়ে সোমবার দুপুর বারোটায় ঘটনাস্থলে এসেছেন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। পুরো ঘটনার তদন্তে বালুরঘাট থানার পুলিশ প্রশাসন। রাতের বেলা প্রাচীর টপকে তিনজন পালায়। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। এদিকে বিষয়টি জানাজানি হতেই শুভায়ন হোমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।