আজ মঙ্গলবার শালবনির দেবগ্রাম অঞ্চলের মধুপুরে এবং বিষ্ণুপুর অঞ্চলের খসলাতে আয়োজিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এদিন উপস্থিত ছিলেন সাংসদ কালিপদ সরেন। সাংসদ ক্যাম্পে এসে গ্রামবাসীদের বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। সাংসদের কাছে পৌঁছে নিজেদের কথা বলার সুযোগ পেয়ে খুশি হন স্থানীয়রা।