দুর্গা ঠাকুরের দারুন সব গয়না তৈরি করছে শামুকতলা শক্তিনগর এলাকার এক যুবক অভিজিৎ ভৌমিক। এমনটাই দেখা গেল তার বাড়ি গিয়ে বুধবার বিকেল পাঁচটা নাগাদ। এবার প্যান্ডেলে প্যান্ডেলে শোভা ভাবে অভিজিতের তৈরি ঠাকুরের গয়না। এবার অন্তত উনিশ সেট গয়না তৈরি করতে হচ্ছে তাকে। আলিপুরদুয়ার কোচবিহার অসম সহ দক্ষিন বঙ্গেও যাচ্ছে তার তৈরি গয়না। কোন প্রশিক্ষণ ছাড়াই নিজেই ঘরে বসে সুন্দর সব গয়না তৈরি করে চলেছে একান্তে। কলকাতা থেকে গয়নাতলী সরঞ্জাম নিয়ে আসছে সে নিজেই।