নলহাটি দুই নম্বর ব্লকের ভদ্রপুর গ্রামে অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির বীরভূম সংগঠনিক জেলার হাঁসন বিধানসভার হাঁসন 2- মন্ডলের একটি সম্ভর্ধনা সভা এবং জয়েনিং সভা। উপস্থিত ছিলেন নব নিযুক্ত বীরভূম সাংগঠনিক জেলার সহ-সভাপতি- স্বরূপ রতন সিনহা ,জেলা সম্পাদক- মলয় অধিকারী, জেলা কমিটির মেম্বার- হীরালাল দাস , মন্ডল ইনচার্জ- অরুন কুমার দাস, মন্ডল সভাপতি- গোবিন্দ মাহান্ত,হাঁসন 1- মন্ডল সভাপতি- ধনঞ্জয় মাল, সহ বিভিন্ন পদাধিকারী ।