সাফাই কর্মীদের আন্দোলনে জমা হচ্ছে রাস্তার ধারে আবর্জনা স্তূপ। টানা ৬ দিন ধরে চলছে পুরুলিয়া পৌরসভার সাফাই কর্মীদের স্ট্রাইক। বকেয়া বেতন, পুজোর বোনাস ও বেতন বৃদ্ধির দাবিতে গত এক তারিখ থেকে কাজে যোগ দেইনি পুরুলিয়া পৌরসভার প্রায় ১৭০০ অস্থায়ী কর্মী। পুরুলিয়া শহরের রাস্তায় রাস্তায় আবর্জনা স্তূপ কর্মবিরতি জেরে। কবে সমাধান হবে উত্তর নেই পৌরসভার কাছে।