যামিনী রায় কলেজ বাংলা ও ভূগোল বিভাগের দুই অধ্যাপক কে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বড়জোর ব্লক তৃনমূল সভাপতি কালীদাস মুখোপাধ্যায় তার প্রতিবাদে বেলিয়াতোর একটি ধিক্কার মিছিল করা হয়। মিছিল টি বেলিয়াতোর বাজার পরিক্রমা করে বেলিয়াতোর ডাক বাংলো মোড়ে এসে শেষ হয়।এই মিছিলে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুজিত আগাস্তি সহ একাধিক বিজেপি নেতৃত্ব।মিছিল শেষে তিনি বলেন কালীদাস মুখোপাধ্যায় কে গ্রেফতার করা না হলে আরো বড় আন্দোলন হবে।