কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে তৃতীয় বর্ষের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবির পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত আনিসুল গণির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোচবিহার শহরের এএল দাস চৌপথীতে প্রতিকি পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।এদিন ABVP নেতা শুভঙ্কর চন্দ বলেন, এই ঘটনার সাথে যুক্ত আনিসুল গনিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।