সরকার নির্ধারিত ২০ শতাংশ বোনাসের দাবিতে এবার এককাট্টা হল সমস্ত শ্রমিক ইউনিয়ন।২০ শতাংশ বোনাসের দাবিতে এবার একযোগে সোমবার বিকেল চারটা নাগাদ গেট মিটিং করে মেটেলি বাজারে মিছিল করলো তৃণমূল, বিজেপি, সিপিএম সহ অন্যান্য শ্রমিক ইউনিয়ন। এদিন নাগেশ্বরী চা বাগানে গেট মিটিং করা হয়। এরপর বৃষ্টিকে উপেক্ষা করে একটি মিছিল নাগেশ্বরী চা বাগান থেকে মেটেলি বাজার পর্যন্ত পরিক্রমা করে। এদিন নাগেশ্বরী চা বাগানের তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন।