ক্যাগ রিপোর্টে অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপের দাবীতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ABVP র ধর্না। বৃহস্পতিবার দুপুরে এই ধর্না প্রদর্শন শুরু করে ABVP র কর্মী সমর্থকরা৷ এদিন ABVP নেতা দীপ দত্ত বলেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাগ রিপোর্ট প্রায় বছর খানেক আগে বেড় হয়েছে। একাধিক বড় বড় দুর্নীতি সামনে এসেছে এই ক্যাগ রিপোর্টে। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য এই আন্দোলন করছি। ব্যবস্থা না নেওয়া হলে আগামী আরও বড় আন্দোলন হবে।