বোরো থানার আঁকরো বড়কদম অঞ্চলের মিশরী বাঁধের সামনে পথ দূর্ঘটনায় আহত হলেন এক ব্যাক্তি।শুক্রবার আনুমানিক বেলা ১.৩০ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় মিশরী বাঁধের কাছে বাইক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ঝন্টু সিং।পরবর্তীকালে বোরো থানার পুলিশ পৌঁছে এবং কর্তব্যরত অফিসার ও পুলিশ কর্মীরা আহত ঝন্টু সিংকে উদ্ধার করে বান্দোয়ান হাসপাতালে নিয়ে যায়।