হীরাপুরে ৮টি পথ কুকুরকে বিষ খাওয়ানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে, ঘটনার অভিযোগ করা হয়েছে হীরাপুর থানায় আসানসোল দুর্গাপুর পুলিশ কামিশনারেট এর হীরাপুর থানা অন্তর্গত মানিক চন্দ্র পল্লীর ঘটনা। ঘটনার সম্বন্ধে পশু প্রেমী সুমিত ভট্টাচাৰ্য আজ বিকাল ৫টায় জানিয়েছেন যে হীরাপুরের ধর্মতলার বাসিন্দা বিকাশ মণ্ডলের উপর অভিযোগ করেন যে সে রাত্রের অন্ধকারে খাবারের সঙ্গে বিষ মাখিয়ে ৮ টি পথ কুকুরকে খাওয়ে দেওয়া হয়। যার মধ্যে তিনটি পথ কুকুরের মৃত্যু হয় ,দুটির অবস্থা আসঙ্কাজনক এ