পূর্বস্থলী ১ ব্লকের নজরুল মঞ্চে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতা শিবির। মূলত বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোরী গর্ভাবস্থা রোধ এবং প্রতিবন্ধীদের আইনি অভিভাবকত্ব বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকের সমাজে কিশোরী কিশোরদের শিক্ষিত করে তোলা আমাদের অন্যতম দায়িত্ব।