পূর্ব মেদিনীপুর জেলার পর্যটনকেন্দ্র মন্দারমনিতে গত রবিবার কলকাতা থেকে ১০০ জনের একটি আইনজীবী দল মন্দারমনিতে বেড়াতে আসেন তাদের মধ্যে ১০ জন গতকাল বিকেলে সমুদ্রের স্নান করতে নামেন সেই সময় কলকাতার সন্তোষপুরের বাসিন্দা দেবাশীষ দত্ত বয়স ৪৭ বছর হঠাৎই সমুদ্রে চলে যান কিছু সময় পরে তার দেহ ভেসে ওঠে| অন্যান্য সঙ্গীরা ও সমুদ্র দেখতে পেয়ে হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে |মৃতদেহের ময়নাতদন্ত হয় কাঁথি হসপিটালে |