ধৃতের নাম বাপন বাউড়ি। আউশগ্রাম থানার হেদোগোড়ায় তার বাড়ি। বুধবার রাতে স্থানীয় থানার সাহায্য নিয়ে বীরভূমের ইলামবাজার ব্রিজের কাছ থেকে চুরির টোটো সহ তাকে ধরা হয় বলে পুলিশের দাবি। টোটোটি সে ইলামবাজারে বিক্রি করতে যাচ্ছিল বলে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। পরের ৩০ দিন একদিন অন্তর তদন্তকারী অফিসারের কাছে হাজিরা এবং তদন্তে সব ধরণের সহযোগিতার শর্তে ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম।