ধেলাত বামু গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু জ্বলন্ত সমস্যা নিয়ে পথে নামল সিপিআইএম পার্টির বরাবাজার দু'নম্বর এরিয়া কমিটি, সোমবার বিকেল তিনটার সময় ১৬ দফা দাবির ভিত্তিতে ঢেলাৎ বামু গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রধানের নিকট ডেপুটেশন দিল দলীয় নেতাকর্মীরা। ধারী বর্ষায় রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে উঠেছে এলাকায় তা দ্রুত মেরামতি সঙ্গে আবাস যোজনায় যাতে সমস্ত গরিব মানুষ আওতাভুক্ত হয় এই সমস্ত মূল দাবির সঙ্গে মোট ১৬ দফা দাবিতে ডেপু টে শ ন