মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার কঁল্লা গ্রামে সরকারি খাস জায়গা নিয়ে মারামারি ঘটনায় গ্রেপ্তার এক। বৃহস্পতিবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বৃহস্পতিবার বিকেলে আদালত সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল কঁল্লা গ্রামে সরকারি খাস জায়গা নিয়ে বচসা থেকে শুরু হয় মারামারি। ঘটনার আহত ৩জনের চিকিৎসা চলছে কান্দি মহকুমা হাসপাতালে। পুলিশ এই ঘটনায় তদন্ত নেমে বুধবার রাত্রে কঁল্লা গ্রাম থেকে কেবির সেখকে গ্রেপ্তার করে।