আজ গণেশ চতুর্থী, গণেশ পূজার মাতোয়ারা হলো পূর্ব বর্ধমানের বর্ধমান এলাকার বড়শুলের ভাঁড়পল্লী এলাকার বাসিন্দারা। মিলনি সংঘের গণেশ পুজো এবারে তৃতীয় বর্ষে পদার্পন করেছে। গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে বিধায়ক উপস্থিতি থেকে ফিতে কেটে উদ্বোধন করেন। এলাকার বাসিন্দারা সকলে মিলে গণেশ পূজার মাতোয়ারা হয়েছেন বলে জানা গেছে।