স্কুল পড়ুয়াদের ট্যাক্টার কিংবা ট্রাকে পরিবহন করে করে নিয়ে যাওয়া বন্ধ করার দাবিতে বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ মালবাজার শ্রম দপ্তরে ডেপুটেশন দিল হামরো হিল তরাই ডুয়ার্স চাবাড়ি শ্রমিক সংঘের নেতা রাজেশ লাকরা। তিনি জানিয়েছেন মোটর ভেইকেল অ্যাক্ট এভাবে মানুষ পরিবহন সম্পূর্ণ বেআইনি। এসব অগ্রাহ্য করে এই পরিবহন ডুয়ার্স চলছে। যার পরিনাম স্বরূপ গত ২৩ আগস্ট নাগরাকাটা ব্লকের জিতি চা বাগানের একটি স্কুল পড়ুয়া বোঝাই ট্রাক দুর্ঘটনা আর কবলে পড়ে। জখম জখম হয় ওই স্ক