Barasat 1, North Twenty Four Parganas | Aug 30, 2025
জেলাশাসকের কদম্বগাছি কারখানা পরিদর্শন: অগ্নিকাণ্ড ও দূষণের পর প্রশাসনিক নজরদারি উত্তর ২৪ পরগনা: শনিবার দুপুরে উত্তর ২৪ পরগনার বারাসাত এক নম্বর ব্লকের কদম্বগাছি পঞ্চায়েতের অন্তর্গত এশিয়ান অয়েল কারখানায় পরিদর্শনে আসেন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী। এই পরিদর্শনে তার সঙ্গে ছিলেন বারাসাত এসডিও সোমা দাস, বারাসাত ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি, বিডিও রাজীব দত্ত চৌধুরী, কদম্বগাছি পঞ্চায়েত প্রধান মাধুরী মন্ডল, শিল্প সঞ্চালক নিজামুল কবীর এবং কদম