বোম-গুলি তৃনমূলের কাজ, খড়গ্রামে বোমা উদ্ধার প্রসঙ্গে বহরমপুরে দাবি করলেন জেলা বিজেপির সহ সভাপতি লাল্টু দাস। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত্রে খড়গ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে পারুলিয়ার মাঠ এলাকা থেকে বোমা গুলি উদ্ধার করে পুলিশ। শুক্রবার বোমাগুলিকে নিষ্ক্রিয় করে জেলা বোম ডিসপোজাল স্কোয়াড। আর এই ঘটনার প্রসঙ্গে শুক্রবার রাত্রে বহরমপুরে জেলা বিজেপির সহ-সভাপতি লাল্টু দাস কি জানিয়েছেন শুনুন।