সাইকেল ম্যান অক্ষয় ভগৎ নয় মাস ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করে বাড়ি ফিরলেন বাগমুন্ডিতে তাকে সংবর্ধনা দিলেন সাংসদ। বাগমুন্ডির বুরদা গ্রামের ২৭ বছরের যুবক অক্ষয় ভগৎ। বাল্যবিবাহ রোধের বার্তা দিয়ে দেশ বিদেশ ভ্রমণে আগেই বেরিয়েছিলেন। মঙ্গলবার তিনি দীর্ঘ ৯ মাসে একাধিক দেশ সাইকেলে ভ্রমণ করে পুরুলিয়া ফিরলেন। থাইল্যান্ড থেকে যাত্রা পথ শুরু করে, ভিয়েতনাম, চীন, রাশিয়া, আফগানিস্তান সহ একাধিক দেশ ভ্রমণ করেন। পুরুলিয়া ফিরতেই তাকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা গেল জেলা বাস