Thakurpukur Mahestola, South Twenty Four Parganas | Sep 7, 2025
পুরাতন ডাকঘর সুতৃপ্তি ভিলাতে মহেশতলা সিপিএমের পক্ষ থেকে সিপিএম নেতা শ্রদ্ধেয় আবুল বাসারের জন্ম শতবর্ষ উপলক্ষে আগামীকাল যে অঙ্কন প্রতিযোগিতা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় স্থান অধিকারকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও উপহার তুলে দেয়া হয়।