পূর্ব মেদিনীপুর জেলার বিরুলিয়া সমবায়ে তৃণমূলকে পরাস্ত করে ১২-০আসনে জয়ী BJP,বিপুল জয়ে BJP কর্মীরা গেরুয়া আবির মেখে বিজয়উল্লাস করার সময় তৃণমূলকংগ্রেসের শিবির লক্ষ্য করে কটূক্তি করতে করতে তেড়ে যায় বলে তৃণমূলের ব্লক সভাপতি সুনীল বরণ জানার অভিযোগ।তিনি BJPকে অসভ্য বরাবরের দল বলে কটাক্ষ করে বলেন আমাদের মহিলা কর্মীদের ওরা কটু ভাষায় গালিগালাজ করে এবং শিবিরের চেয়ার ছুঁড়ে ফেলে দেয় বলে তিনি অভিযোগ করেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকারকরেছেন BJP তমলুক সাংগঠনিক জেলায় স