উপস্থিত ছিলেন সুন্দরবন সংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি আলাউদ্দিন সাফুই। সোমবার সকালে ১১টার সময় বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের কিষাণ সেলের সভাপতি ও ল্যান্ডের কর্মদক্ষ সাহেব আলী সরদার, নফরগঞ্জ জিপির অঞ্চল সভাপতি তপন মন্ডল, জনস্বাস্থ্য কর্মদক্ষ দিলীপ নস্কর, নফরগঞ্জ অঞ্চল তৃণমূল নেতা , বিশ্বজিৎ বাবু, পঞ্চায়েত সমিতর সদস্য মনীষা ঘরামী, সুকান্ত কলেজের ইউনিট প্রেসিডেন্ট নাসির বৈদ্য, ছাত্র নেতা মন্তাজুল মিস্ত্রি