পাঁশকুড়া ধর্ষণকাণ্ডে পুলিশ হেফাজতের থাকা জহির আব্বাস খানকে পুনরায় বুধবার তমলুক আদালতে তোলা হলে আবারো চারদিনে পুলিশ হেপাজতে নির্দেশ। পাঁশকুড়া সুপার স্পেশালিস্টি হাসপাতালে ধর্ষণকাণ্ডের অভিযুক্ত জহির আব্বাস খাঁনকে পাঁশকুড়া থানা থেকে বের করে তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়া হয়।তবে আজ মুখে কুলুপ জহির আব্বাসের।সংবাদমাধ্যমের কোন প্রশ্নের উত্তরই তিনি দেননি।বুধবার বিকেল পাঁচটার সময় তমলুক আদালতের সূত্রে জানা যায় আবারো চারদিনে পুলিশহেপাজতে নির্দেশ দেয়।