আসানসোল আপকার গার্ডেন দুর্গাপূজা ৮৬তম বর্ষ, থিম রাজেস্থানের শ্যাম মন্দির খরচ ২৮ লক্ষ টাকা আসানসোল আপকার গার্ডেন দুর্গাপূজা এ বছরের বিশেষ আকর্ষণ আপকার গার্ডেন পূজা কমিটি এই বছর রাজস্থানের শ্যাম মন্দির আদলে বানানো হয়েছে মন্ডপ, ৮৬ তম বর্ষ পদার্পণ করল এই পুজো কমিটি, পুজোর কয়দিন বিভিন্ন অনুষ্ঠান করা হয়, সারা বছর ধরে পুজো কমিটির পক্ষ থেকে সমাজ মূলক কাজ করে থাকে। এই বছরের পুজোর মোট খরচ ২৮লক্ষ টাকা বলে জানিয়েছেন আজ বিকাল ৫টায় পুজো কমিটি সদস্যরা