বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নম্বর জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের দুটি ভগ্ন ব্রিজ পরিদর্শন করলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর ও অনান্য আধিকারিকরা। এই এলাকায় খামরা ও হদলা এলাকায় দুটি ব্রীজ দীর্ঘদিন ধরে বেহাল।এলাকাবাসীরা বারবার আবেদন করেছে প্রশাসনকে। তারপরেই বিধায়ক উদ্যোগ নিয়ে অন্যান্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এই ব্রিজগুলি পরিদর্শন করেন। মাপ ঝোপ হয়ে যাওয়ার পর দ্রুতদার সঙ্গে কাজ হবে বলে জানান বিধায়ক।