ডোমকলে বাস-গাড়ি ও বাইকের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেল সবাই বুধবার সকালে ডোমকল পুরনো বিডিও মোড়ের কাছাকাছি জুম্মা মসজিদের সামনে মেন রোডে ঘটে যায় বিপজ্জনক দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে একটি বাস, একটি মারুতি গাড়ি ও একটি মোটরবাইক। ঘটনাস্থলে মুহূর্তের আতঙ্ক ছড়ালেও সৌভাগ্যবশত গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রী থেকে চালক—সকলেই অক্ষত রয়েছেন। স্থানীয়রা জানান, অল্পের জন্য বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।