This browser does not support the video element.
হলদিবাড়ি: আসন্ন দুর্গাপুজো উপলক্ষে হলদিবাড়ি শহর সহ গ্রামের সমস্থ পুজো কমেটিদের নিয়ে বৈঠক করলো প্রশাসন
Haldibari, Cooch Behar | Sep 11, 2025
আসন্ন দুর্গাপুজো উপলক্ষে হলদিবাড়ি শহর সহ গ্রামের সমস্থ পুজো কমেটিদের নিয়ে বৈঠক করলো প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে হলদিবাড়ির বিডিও অফিসের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপা, হলদিবাড়ি থানার আই সি কাশ্যপ রাই, হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শংকর কুমার দাস এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ অনান্য আধিকারিকরা। জানা গিয়েছে পুজো কমেটিগুলোর জন্য অনলাইন পারমিশন শুরু হয়ে গিয়েছে।