Rajarhat, North Twenty Four Parganas | Aug 27, 2025
পরকিয়ার জেরে স্বামীকে কুপিয়ে খুন করে স্ত্রী পলাতক, গ্রেফতার প্রেমিক। পরকিয়ার জেরে স্বামী ভোলা হালদারকে কুপিয়ে খুন করে পলাতক স্ত্রী উপাসনা হালদার। ইতিমধ্যেই আটক করা হয়েছে উপাসনার প্রেমিক শুভ রাজবংশীকে । নিজের স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে বাথরুমে ফেলে রেখে চম্পট দেয় স্ত্রী। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় জগৎপুরের চড়কতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত স্বামীর নাম নাম ভোলা হালদার। তিনি বিমানবন্দরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন।।