রবিবার সন্ধ্যা ছটা নাগাদ মালদা ইংরেজবাজার পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত রায়পাড়ায় আরতি সংঘ ক্লাবের দুর্গ পুজোর উদ্বোধন করা হয়। এই দিন পুজো উদ্বোধন করেন উত্তর মালদা সংসদ খগেন মুর্মু, এই বছর আরতি সংঘের ১৮ তম দুর্গা উৎসব। এই দিন সংসদ খগেন মুরমু ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নিরঞ্জন দাস ,ক্লাব সম্পাদক সন্তোষ রায়, কোষাধক্ষ্য স্বপন সরকার, সদস্য চন্দন রায় , সন্টু রায়, বিশাল রাই ,১৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অর্জুন রায়।