মুর্শিদাবাদ জেলার ফারাক্কাতে ১২ নম্বর জাতীয় সড়কে মোড়ের একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিও ভাইরাল নিয়ে ফারাক্কার এসডিপিও প্রেস মিট করলেন আজ দুপুরে গতকাল মালদা থেকে এনটিপিসি মোড়ে একটি প্রাইভেট বাস এসে দাঁড়ায় সাগরপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল বাস কন্টাকটার বাবু শেখ। বাস কন্টাকটার বাসের প্যাসেঞ্জার তোলার জন্য দাড়ায় সে মতো অবস্থায় সুমির ঘোষ নাম এক ব্যক্তি বাস কন্ডাকার কে বলে এখানে কেন বাস দার করিয়েছো এবং তাকে ফিজিক্যালি এসেট করে এবং জাতি তুলে গালাগালি করে এই