সিদ্ধিদাতা ও বিঘ্নহর্তা গনপতির বন্দনায় মেতে উঠলেন বিলোনিয়া মন্ডল। বুধবার গনেশ পূজা। এই গনেশ পূজার আরাধনায় কোন খামতি রাখত চাইছে না মন্ডলের নেতৃত্ব থেকে শুরু করে কার্যকর্তারা। মিছিল, মিটিং সভার পাশাপাশি পূজোর আনন্দ যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপভোগ করতে পারে এবং একে অপরের সাথে মেলবন্ধন , ভ্রাতৃত্ববোধের লক্ষ্য নিয়ে গনেশ পূজার কর্মসুচি গ্ৰহন করে ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার সন্ধ্যায় ডাক, ঢোল বাজিয়ে উল্লুধ্বনি শঙ্খধ্বনির মধ্য দিয়ে শোভাযাত্রার আকারে নি