পুলিশ ডে উপলক্ষে বড়শুল সিডিপি হাইস্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনবার্তা তুলে ধরতে এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল সোমবার দিন। এই কর্মসূচিকে কেন্দ্র করে সকল সত্যিকর থানার পুলিশ অধিকারীরা উপস্থিত থেকে পথ চলতে গিয়ে কি কি সমস্যা সম্মুখীন হতে হয় এছাড়াও সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়েও বিশেষ প্রচার চালানো হয়েছে বলে জানা যায়। সাধারণত ভাবেই সচেতনাতার উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল বলে শক্তিগড় থানার পুলিশ জানিয়েছে।