এদিন 19 সেপ্টেম্বর শুক্রবার বিকেল নাগাদ।মুরারই ২ পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে পাইকরে, মুরারই ২ ব্লকের পাইকর থানার অধীন প্রায় 91 টি দুর্গা পুজো কমিটিদের হাতে, সরকারি অনুদান এক লক্ষ দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় পুজো কমিটিদের হাতে। এদিনের এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারই ২ ব্লকের বিডিও মিন্টু ঘোষাল, মুরারই ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মোকাম্মেল হোসেন, বিশিষ্ট সমাজসেবী সুনীল রবিদাস, আফতাবুদ্দিন মল্লিক,পাইকর থানার ওসি তারক দে।