কালচিনি ব্লকের পূর্ব সাতালি এলাকার যুবক আন্তর্জাতিক সাইকেলিং প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করেছে। মঙ্গলবার তাকে সম্বর্ধনা প্রদান করল এলাকার জনপ্রতিনিধিরা। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত "অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ভলিউম ফাইভ" আন্তর্জাতিক সাইক্লিং প্রতিযোগিতায়, ডুয়ার্সের তরুণ খেলোয়াড় গোকুল রাই দুর্দান্ত পারফর্ম করেছেন এবং স্বর্ণপদক জিতেছেন। গোকুলের নিজস্ব ব্যক্তিগত সাইকেল ছিল না, ভাড়া করার সাইকিলে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।