দলসিংপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমানে নেশার টেবলেট সহ এক ব্যাক্তিকে গ্ৰেফতার করল জয়গাঁ পুলিশ। শুক্রবার দুপুর ২ টা নাগাদ পুলিশের তরফে জানা যায় এদিন গোপন সুত্রে খবরের ভিত্তিতে জয়গাঁ থানার পুলিশ জয়গাঁ থানার দলসিংপাড়া ছেত্রিলাইন এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে প্রায় নয়শো নিষিদ্ধ নেশা টেবলেট উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্ৰেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস মামলা দায়ের করে আদালতের পেশ করা হবে।