এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। শনিবার এই ঘটনা মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর পেট্রোল পাম্প এলাকায়। পুলিশ জানিয়েছেন মৃত যুবকের নাম মেরাজ মোমিন। বাড়ি সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর এলাকায়। শনিবার দুপুরে মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জয়কৃষ্ণপুর জাতীয় সড়কের পাশে ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। যদিও তাকে খুন করা হয়েছে বলে দাবি মৃতের পরিবারের।