This browser does not support the video element.
রাজগঞ্জ: শ্রমিক অসন্তোষের জেরে কর্মবিরতির নোটিশ টানিয়ে চাবাগান ছেড়ে চলে গেল চাবাগান কতৃপক্ষ, বিপাকে পড়ে গেল ১১৬৭ জন শ্রমিক
Rajganj, Jalpaiguri | Aug 29, 2025
শ্রমিক অসন্তোষের জেরে কর্মবিরতির নোটিশ টানিয়ে চাবাগান ছেড়ে চলে গেল চাবাগান কতৃপক্ষ। এঘটনায় বিপাকে পড়ে গেল বামনডাঙ্গা চাবাগানের ১১৬৭ জন শ্রমিক।এদিন বিকেল পাচটা নাগাদ ঐ চাবাগানে গিয়ে দেখা যায় আজকের তোলা কাচা চাপাতা ফ্যাক্টরির ভিতরে পড়ে রয়েছে। উল্লেখ্য একটি পাক্ষিক বেতন না পেয়ে গত বৃহস্পতিবার চাবাগানের ম্যানেজারকে হাটিয়ে ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে যায় শ্রমিকরা।সেই চাবাগান কতৃপক্ষ জানিয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত শ্রমিকদের পাক্ষিক বেতনের টাকা মিটিয়ে দেবে।