বনধ নিয়ে দু'পক্ষের মধ্যে মারামারি,ঘটনাস্থলে পুলিশ। শনিবার বনধ নিয়ে শ্রীভূমি শহরে দু পক্ষের মধ্যে মারামারি সংগঠিত হয়। এক পক্ষ হল শ্রীভূমি জেলার নাম সমর্থনকারী আর আরেক পক্ষ হল করিমগঞ্জ জেলার নাম সমর্থনকারী। এতে দু পক্ষের মধ্যে তুমুল মারামারি সংগঠিত। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামান্য করে। উল্লেখ্য করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে ৬ সেপ্টেম্বর শনিবার বনধের ডাক দেয় করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি।