খড়্গপুরে আয়োজিত হল রক্তদান শিবিরের। রক্ত দিল বহু রক্তদাতা। খড়গপুর জামিন বিধানসভার চার নম্বর কলাইকুন্ডা অঞ্চলে আজ রবিবার আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরে। প্রচন্ড গরমে রক্তের চাহিদা মেটাতেই এই রক্তদান শিবির বলেই জানিয়েছেন উদ্যোক্তারা। খড়্গপুরের রাজপুরা আমার সাথি ক্লাবের উদ্যোগে এদিন আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের। এদিন এই রক্তদান শিবির ক্লাবের 14তম রক্তদান শিবির বলে জানিয়েছে উদ্যোক্তারা।